• Breaking News

    Search This Blog

    Friday, February 12, 2016

    ওয়ার্ডপ্রেস শেখার সেরা ২০ ওয়েবসাইট

    ওয়ার্ডপ্রেস শেখার ওয়েব সাইট
    বর্তমানে ওয়েবসাইট নির্মাতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হিসেবে ওয়ার্ডপ্রেস সবার উপরের স্থান দখল করে আছে। সহজ নিয়ন্ত্রন ব্যবস্থা, পর্যাপ্ত সাপোর্ট এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার জন্য ওয়ার্ডপ্রেসে অনেকের কাছেই খুব প্রিয়। শুরুতে ব্লগ প্ল্যাটফরম বানানোর জন্য সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেস যাত্রা শুরু করলেও ইচ্ছেমত মডিফিকেশানের সুবিধা থাকা বর্তমানে অনেক অনেক বড় কোম্পানী তাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তাদের ওয়েবসাইট বানাচ্ছে। এক জরিপমতে বর্তমানে ওয়েবে থাকা মোট ওয়েবসাইটসমূহের মধ্যে ৪০% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। বিপুল জনপ্রিয়তার কারনে প্রতিনিয়তই ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা হু হু করে বাড়ছে। বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট বিষয়ে যত জব পোস্টিং হচ্ছে তার অধিকাংশই ওয়ার্ডপ্রেস ডেভেলপার চেয়ে। ওয়ার্ডপ্রেস শেখাটা খুব কঠিন কোন কাজ না। একটু সময় এবং পরিশ্রম দিয়ে পড়ালেখা করলে অল্প কয়দিনেই ওয়ার্ডপ্রেস শিখে ফেলা যায়। ইন্টারনেটে হাজার হাজার টিউটোরিয়াল থেকে তাই আজকে আপনাদের জন্য সেরা ২০টি টিউটোরিয়াল ওয়েবসাইটের লিংক শেয়ার করলাম, যেগুলতে ওয়ার্ডপ্রেস নিয়ে হাজারখানেক টিউটোরিয়াল আছে। আস্তে আস্তে সময় নিয়ে পড়তে থাকুন আর হয়ে যান ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। লেখাটা ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *