যারা গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত অথবা শেখার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই জানেন, ডিজাইন করার মাধ্যম হিসেবে এডবির ফটোশপই একমা্ত্র মাধ্যম না। ফটোশপের পাশাপাশি এডবির ইলাস্ট্রেটর আরেকটি মাধ্যম

আমাদের গ্রাফিক্স ডিজাইনগুলো যেমন ওয়েব ভিত্তিক হয়ে থাকে, তেমনি প্রিন্টিংয়ের জন্যও হয়ে থাকে। ওয়েবের জন্য প্রতি নিয়তই আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন, ব্যনার ডিজাইন, লোগো বা আইকন ডিজাইন করে থাকি। তেমনি প্রিন্টিংয়ের জন্য আমাদের টিউনার, ফ্লাইয়ার, ব্যনার, লোগো ডিজাইন বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। তবে প্রিন্টিংযের জন্য ডিজাইন করার আগে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন রেজুলেশন (DPI - Dot per Inch)এবং পেপারের অতিরিক্ত মাপ (Trim Mark)। ধরুন আপনি A4 পেপারে একটি ডিজাইন করবেন। সেক্ষেত্রে যদি তা যদি ওয়েব এলিমেন্ট হয় (যেমন- ওয়েব ব্যনার বা ফেসবুক কভার ফটো) তবে রেজুলেশন হবে 72 (প্রতি ইঞ্চিতে 72 ডট), তেমননি যদি প্রিন্টিংয়ের জন্য ডিজাইন হয় (যেমন - টিউনার বা বিয়ের কার্ড) তবে আপনাকে অবশ্যই রেজুলেশন কমপক্ষে 300 (প্রতি ইঞ্চিতে 300 ডট) হতে হবে। এখানে বলে রাখা ভাল, এই হিসাবটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে বাংলাদেশের ক্ষেত্রে হিসাবটা একটু ব্যতিক্রম। আবার প্রিন্টিংয়ের সময় সাইজের ক্ষেত্রেও আপনাকে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। যেকোন সাইজের ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সাইজ বাডতি রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, কেন আপনি একটি সাইজের কাগজের সাথে বাডতি সাইজ নিয়ে কাজ করবেন। উত্তরটা হলো- আপনার ডিজাইনটা প্রিন্ট হবার পর, কাগজের চারপাশ থেকে নির্দিষ্ট কিছু অংশ ছেঁটে ফেলতে হয়। ছেঁটে ফেলা অংশ কখনো বেশি আবার কখনও কম হয়। তাই ছেঁটে ফেলার পর যাতে ডিজাইনের কোন ক্ষতি না হয় সেদিক বিবেচনা করে পেপার সাইজ একটু বেশি নিয়ে ডিজাইনটা করা হয়।
নিচের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এবং কতটুকু বাড়তি সাইজ নিয়ে আপনাকে ডিজাইন শুরু করতে হবে। যদি ভিডিওটি খেয়াল করে দেখেন তবে আশা করছি প্রিন্টিংয়ের জন্য ডিজাইনের প্রস্তুতি হিসেবে অনেক কিছুই জানা হবে (যদি জানা না থাকে)।
যদি কেউ ভিডিও দেখে পুরোপুরি বুঝতে না পারেন, তবে টিউমেন্টে জানাবেন। সেই সাথে কারো কোন বিষয়ে দুর্বলতা থাকলে লিখতে পারেন। আশা করছি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পাবেন। যদি কেউ নিয়মিত টিউটোরিয়াল পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আপনাদের ভাল মন্দ যেকোন ধরনের টিউমেন্ট আশা করছি।
No comments:
Post a Comment