WordPress আর Dreamweaver নিয়ে নতুন কিছু বলার নাই... হাজার হাজার ব্লগার আর ওয়েব ডেভেলপার প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে ...
ওয়ার্ডপ্রেস এর থিম কাস্টমাইজেশন এর খবর নিশ্চয় জানা আছে, কিন্তু অনেকের কাছে কোডিং এর ঝামেলা দেখে হয়তো আর এগিয়ে যাওয়ার সাহস হয় না...কিন্তু কি আর করবেন কোডিং এর মজাই যে আলাদা যাকে একবার পেয়ে বসেছে...কিন্তু আজকে আপনাকে কিছু প্রয়োজনীয় কিছু youtube ভিডিও এর লিঙ্ক দিচ্ছি আশা করি কোডিং এর ঝামেলা থেকে কিছুটা হলেও রক্ষা করবে Dreamweaver(CS5) সফটোয়ার টি
যা যা জানতে হবে...
- ১. wamp/xamp দিয়ে local সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা। না জেনে থাকলে youtube একটু কষ্ট করে খুজে নিন
- ২. HTML/CSS/ প্রাথমিক ধারনা
- ৩. Dreamweaver(CS5) সফটটি নিয়ে প্রাথমিক ধারনা
আশা করি যাদের একটু আগ্রহ বেশি আছে তারা ভিডিও দুটি শেষ করে কিছু প্রাকটিস করবেন তাহলে আরো ভাল কিছু করতে পারবেন.
No comments:
Post a Comment