কেমন আছেন সকলে আশা করি অনেক বেশি ভাল। ভাল না থেকে যাবেন কথায়। আজকে আমি আপনাদের দেবো এক সফটওয়্যার যা সুধুমাত্র ওয়েব ডিজাইন ও দেভলোপার দের বেশি দরকারে পরে।তো আসুন জেনে যেই সফটওয়্যার টির সম্পর্কে।
Adobe Dreamweaver CS6 full activate:
ওয়েব সাইট ডিজাইন ও ডেভলপমেন্ট এর জন্য অসাধারণ এক সফটওয়্যার। আমরা অনেকেই এই সফটওয়্যার টি ব্যাবহার করি। এর অনেক সুবিধার জন্য দিন দিন এর পপুলারিটি বেরেই চলেছে। আমি নিজেও শুরুতে নোট প্যাড ++ ব্যাবহার করলেও পরবর্তী তে Adobe Dreamweaver ব্যাবহার শুরু করি।
অনেকে হয় তো বিস্তারিত ও এর সুবিধা সমূহ আগে থেকেই জানেন আর যারা জানেন না তারা জানতে এখানে ভিসিট করুন অনেক তথ্য জানতে পারবেন আশা করি।
প্রথমেই আপনাদের জন্য থাকছে এর ফুলভার্সন সফটওয়্যার টি।সফটওয়্যার টির সঙ্গে দেয়া আছে ফুলভার্সন এর ঔষধ, ডাউনলোড করুন মাত্র ২৮৯ এমবি ফাইল টি। ৮০ এমবি করে ৩ টি ও বাকি একটি মাত্র ৪৯ এমবি। ডাউনলোড শেষে ওয়িন-রার দিয়ে খুলুন। ওয়িন রার না থাকলে এখান থেকেডাউনলোড করে নিন।
অথবা
Adobe Dreamweaver CS6 Portable :
এবার আসুন যারা বেশি বড় ফাইল ডাউনলোড করতে পারে না বা ফুল ভার্সন এর ঝমেলা তে যেতে চান না, তাদের জন্য এবার নিয়ে আসলাম পোর্টেবল Adobe Dreamweaver CS6 মাত্র ৮৮ এমবি। তো দেরি কেন ডাউনলোড শুরু করুন।বিস্তারিত জানতে ও আর কিছু পোর্টেবল সফটওয়্যার এর সম্পর্কে জানতে ভিসিট করুন এখানে।
Adobe Dreamweaver CS6 High-Compresses :
এবার আসুন যারা স্বল্প ইন্টারনেট বা গ্রামীণ ফোন বা অন্যান্য স্লো ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য নিয়ে আসলাম হাই কমপ্রেস করা Adobe Dreamweaver CS6 মাত্র ৩১ এমবি তে । আপনাদের সুবিধা হবে ভেবেই শেয়ার করা। আশা করি আপনাদের কাজে লাগবে।
No comments:
Post a Comment