পেন টুলস এর ব্যবহার
পেন টুলস ব্যবহার করার জন্য আমাদের কে প্রথমে এর কি বোর্ড
Shortcut গুলো জানতে জবে। এখানে Shortcut গুলো দেওয়া হলঃ
- Select Pen Tool (P)
- Select Add Anchor Point Tool (+)
- Select Delete Anchor Point Tool (-)
- Select Convert Anchor Point Tool (Shift + C)
- Select Scissors Tool (C)
নিচের চিত্র থেকে পেন টুল ব্যবহার এর সময় কার্সর এর চিত্র গুলো দেখুন।এটা একটু ভালো করে দেখুন পরবর্তী টিউটোরিয়ালে ভিডিও দেখার সময় কাজে লাগবে
Pen Tool দিয়ে Straight Line Segment তৈরি :
Artboard এ একটি সরল রেখায় চলমান দুটি Anchor Point নিয়ে একটি Straight Line Segment তৈরি হয়। এই সরল রেখার মাঝের বিন্দুটি হল Intersect, এবং এই সরল রেখা যে বিন্দু দিয়ে চলে সেটা হল Path.
নিচের ছবিটা দেখুন :
Add Anchor Point Tool (+)
Add Anchor Point Tool ব্যবহার করে Path Segment এ Anchor Point যোগ করা হয়।
Delete Anchor Point Tool (-)
Anchor Point ডিলেট করার জন্য Delete Anchor Point Tool ব্যবহার করা হয়।
Convert Anchor Point (Shift + C)
Anchor Point এ ক্লিক করে Beziar handels (http://en.wikipedia.org/wiki/B%C3%A9zier_curve) তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়।
Scissors Tool (C)
এটা Pen Tool Group এর সদস্য না হয়েও এর সাথে ব্যবহার করা হয়।এটা Path Segment কে দুই ভাগে ভাগ করতে ব্যবহার করা হয়।
আগামী কাল ভিডিও টিউন দেওয়ার চেস্টা করব।
No comments:
Post a Comment