• Breaking News

    Search This Blog

    Tuesday, March 8, 2016

    আপনি কি সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ??? তাহলে আপনাকে তো Autocad অবশ্যই শিখতে হবে।। এবার অটোক্যাড শিখুন ঘরে বসেই, অনলাইনে সম্পূর্ণ ফ্রি তে || সেভ করুন আপনার মুল্যবান টাকা, হয়ে যান এক্সপার্ট অটোক্যাডার

     بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  (বিসমিল্লাহির রাহমানির রাহিম)

    আসসালামু আলাইকুম। আমার ৮৯ তম টিউনে সবাইকে স্বাগতম। আজকের টিউন যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ কিংবা ড্রইং ড্রাফটিং ফার্মের সাথে জড়িত এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে বি এস সি / ডিপ্লোমা করছেন তাদের জন্য। প্রায় সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বিভিন্ন কাজের জন্য ড্রইং এর শরণাপন্ন হতে হয়, যার মধ্যে Autocad এর ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  Autocad  এর তেমন একটা প্রশিক্ষন দেখা যায় না। যার ফলে আমরা খুব কমই মানুষ অটোক্যাডে ড্রইং করতে পারি। বিশেষ করে যারা নতুন তারা অনেক হাল ছেড়ে দেয়, কিংবা কোন প্রাইভেট সেন্টারের খোঁজে যায়। কিন্তু সব প্রাইভেট সেন্টারের শিক্ষা মানসম্মত নয়, তেমনি অনলাইনেও অনেক পেইড ও ফ্রি ভার্সন টিউটোরিয়াল পাওয়া যায়। পেইড ভার্সন তো আমরা কিনতে পারি না, আর ফ্রি ভার্সন কোনটা মানসম্মত সেটাও খুজে পাই না। যার ফলে আমাদের ইঞ্জিনিয়ারিং শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় । ইঞ্জিনিয়ারিং শিক্ষায় যারা নতুন কিংবা যারা এখনো Autocad  শিখতে পারি নাই তাদের জন্য Autocad Basic Training শিরোনামে ৪২ পর্বের একটি সিরিজ শেষ করেছি। আপনারা চাইলে খুব সহজেই এখান থেকে শিখতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। সেই সাথে আপনাদের টেকটিউনসেও আমার Autocad এর একটি চেইন টিউন রয়েছে কে হতে চায় অটোক্যাডার।
    তাহলে এখনই Autocad  শিখে নিন আর হয়ে যান অটোক্যাডার। সেই সাথে অটোক্যাডার দের জন্য অল্প কিছু দিনের মধ্যেই Advanced Autocad Training শুরু হতে যাচ্ছে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।

    Autocad Basic Training


    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *