আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের জন্য খুব সহজেই একটি মেনুবার তৈরি করবেন।
আর আগেও আমি এই রকম একটি টিউন করেছি। তবে ঔ টিউনে কারো টেম্পলেটের সমস্যার কারনে এবং কেউ কেউ আবার জিনিসটি ঠিক মত বুঝেন নি। তাই কেউ কেউ করতে পারেনি।
তবে আজ আমি যেটা শেয়ার করছি এইটা যে সবাই করতে পারবেন এটা আমি ১০০% সিউর।
তাহলে আর দেরি কেন আসুন শুরু করা যাক।
- প্রথমে আপনার ব্লগ আ লগ ইন করুন
- তারপর Deshboard> Design> Add A Gadget > HTML/ Javascript এ ক্লিক করুন
- তারপর এই গেজেটে নিচের কোডটি সম্পূর্ণ কপি করে পেস্ট করুন
1
2
3
4
5
6
7
8
9
| <div style= "background-color:#DBF2FB; float:left;" > <a href= "URL 1" >Link 1</a> | <a href= "URL 2" >Link 2</a> | <a href= "URL 3" >Link 3</a> | <a href= "URL 4" >Link 3</a> | <a href= "URL 5" >Link 3</a> | <a href= "URL 6" >Link 3</a> | <a href= "URL 7" >Link 3</a> | </div> |
নাহ এখনি সেইভ করবেন না। এখানে আপনাকে আপনার মনের মত ইডিট করতে হবে।
- URL 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে আপনি যে পোস্টের লিংক রেখে দিতে চান, তা লিখুন।
- Link 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে উপযুক্ত নাম যেমন About, Contact ইত্যাদি লিখুন।
- লিংকগুলোকে ডানে বামে নেয়ার জন্য float:left এর জায়গায় right লিখে দিন।
- গেজেটটি সেভ করুন।
- এই গেজেটটিকে Header এর ঠিক নিচে রেখে দিন।
- এবার ব্লগটিকে একবার রিফ্রেশ করে দেখুন তো নতুন তৈরি করা মেনুবারটি কেমন দেখাচ্ছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কোথায়ও বুঝতে কোন অসুবিধা হলেত আমি আছিই।
আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেননা।
No comments:
Post a Comment