• Breaking News

    Search This Blog

    Tuesday, March 8, 2016

    লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু কাজ করার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখা উচিৎ তা কি জানেন ????

    লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু কাজ করার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখা উচিৎ তা কি জানেন ????
    ছাদ ডালাই এর পূর্বে যে সকল কাজ করণীয়। 
    আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়। তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন।
    আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করি সববাই ভাল আছেন। টেকটিউনসএ এটা আমার ৬ নাম্বার  টিউন।
    টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা হবে।তাহলে বেশি কথা না বললে কাজের কথায় আসি।

    আজ আমি আপনাদের সাথে সে ব্যাপার টা নিয়ে আলোচনা করবো তা একটু ভিন্ন রকম।
    আপনি লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন কিন্তু কিছু দিন পরে দেখতেছেন আপনার মাথার উপরে
    যে ছাদ টা আছে তার বিতর থেকে পানি পড়ছে। এতো কষ্টের টাকা দিয়ে যখন বাড়ি টা তৈরি করলেন আর ৫ বছর
    না যেতে এই অবস্থা। তখন হয় তো আপনার কাছে ভালো লাগবে না।
    তখন আপনার মনে হবে যে আপনি যে ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজ টা করিছেন সে হয় তো কিছু ভুল করসে, এই রকম
    অনেক কিছু আপানর মনে আসতে পারে।
    তাই এই সব কাজ করার সময় নিজে থেকে কাজ গুলা দেখে নিবেন এবং বুঝে নিবেন।
    # আপনি যদি আপনার বাড়ি তৈরি/ডিজাইন করার জন্য কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করেন/করার চিন্তা কোরে থাকেন তা হলে
    তাকে নিয়োগ এর পূর্বে সে কাজ পারে কিনা এই সব ব্যাপার জেনে সুনে তার পরে তাকে কাজ করানোর জন্য নিবেন।
    আপনার স্বপ্নের বাড়ির ছাদ ডালাই করার পূর্বে যে বেপার গুলা আপনাকে লক্ষ রাখতে হবেঃ
    আমি ডালাই এর পূর্বে কি কি কাজ করা লাগবে সেই ব্যাপার গুলা একটি ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করসি।
    আর একটা কথা বলতে চাই  আমি  Video Tutorial দেওয়ার কারণ, আমি মনে করি কোন কিছু পড়ার থেকে দেখে কাজ করা অনেক উপকার পাওয়া যায়।

    জানি না টিউন টি আপনাদের কাছে কেমন লাগবে ? যদি ভালো লাগে আমকে জানাবেন।
    আর কোন ভুল থাকলে সেটি দরিয়ে দিবেন।
    কেমন লাগলো জানাবেন
    কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যিই
    সবাইকে ধন্যবাদ !

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *