সারা বিশ্বে 2D এনিমেশন এর জন্য ফ্লাশ ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে, আমরা বিভিন্ন ওয়েব সাইটে দেখতে পাই যে, কিছু ফ্লাশ ফাইল দেখতে অনেক সুন্দর লাগে ওয়েব সাইটকে, এখন থেকে আপনি নিজেই বানাতে পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ এনিমেশন! ইনশাআল্লাহ ফ্লাশ নিয়ে চেইন টিউন করা আশা আছে, আপনাদের সাপোর্ট পেলে চালিয়ে যাব।
তাহলে আসুন শুরু করা যাক, আজ আমরা সবাই ফ্লাশের ইন্টারফের এর সাথে পরিচয় হব, কারন এগুলো জানলে আপনার এনিমেশন তৈরি করতে সহজ হবে।
নিচের পাঁচটি টুল নিয়ে আমাদের এনিমেশন তৈরি হবে- আসুন জেনে নিই এ ৫টি জিনিস কি?
১। মেনুবার
২। টাইম লাইন
৩। টুলবার
৪। প্রবাটিজ বার
৫। প্যানেল
আমরা যারা ফটোশপ দক্ষ তাদের বলতে হবে না এগুলো কি।
No comments:
Post a Comment