ওয়ার্ডপ্রেস থেকে ফেসবুক পেজে অটো টিউন শেয়ার করার সুব্যবস্থা থাকলেও ব্লগস্পটে তা নেই। তাই ব্লগস্পটের ব্লগারদের জন্য ফেসবুক পেজে টিউন শেয়ার করতে একটু অসুবিধা হয়।কিন্তু কথায় আছে যত মুশকিল তত আসান। আর এই সমস্যার সমাধান নিয়ে আমারর আজকের এই টিউন।
প্রথমে এখানে ক্লিক করে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সাইটে সাইন ইন বা লগ ইন করতে হবে।
তারপর এখানে ক্লিক করে যেকোনো একটি সিস্টেম পছন্দ করুন। তারপর আপনাকে ব্লগার সাইট এবং
ফেসবুক পেজের সাথে ঐ সাইটের কানেক্ট করাতে হবে। এরপর থেকে যত গুলো টিউন করবেন দেখবেন সবগুলো টিউন আপনার কানেক্ট করা পেজে শেয়ার হয়ে গেছে।
একইভাবে আপনি অন্য যেকোনো সাইটের টিউন আপর যেকোনো সাইটে (ফেসবুক,টুইটার,লিঙ্কড ইন,টাম্বলার,পিন্টেরেস্ট,স্টাম্বলআপন,ব্লগার,ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক) অটো শেয়ার করতে পারবেন।
এজন্য আপনি সার্চ বক্সে "From Something To Something" এরকম ভাবে লিখে আপনার কাঙ্খিত অটো শেয়ার মাধ্যম পেতে পারেন। এছাড়াওএখান থেকে এবং নিজের পছন্দমত শেয়ার মাধ্যম বানিয়েও অটো শেয়ার করতে পারেন।
টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে
আমার টিউনটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেননা।
টিউনটিতে কোনো ভুল ভ্রান্তি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং টিউনমেন্ট করতে ভুলবেননা।
পারলে আমার সাইট (ব্যক্তিগত ব্লগও বলা যায়) sulovbd.com এ ঘুরে আসবেন। আপনাদের জন্য যথাসাধ্য ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ।
ওয়াও
ReplyDeletehttp://www.amraito.com/