• Breaking News

    Search This Blog

    Saturday, March 5, 2016

    ইলাস্ট্রেটরে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আইকন তৈরি

    এই টিউটোরিয়ালে আমি একটা সহজ জিনিষ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আইকন তৈরি, অবশ্যই এডবি ইলাস্ট্রেটর দিয়ে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আইকন অবশ্য পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তবে আমি এখানে যে আইকনটি তৈরি করে দেখাব তা উইন্ডোজ এক্সপিতে ডিফল্টভাবে যে আইকন থাকে সেটা। তো চলুন শুরু করা যাকঃ
    প্রথমে Ellipse টুল দিয়ে একটি বৃত্ত আঁকুন যা ফিল কালার None এবং স্ট্রোক কালার হবে সবুজ। স্ট্রোক বাড়িয়ে ১২০ করুন এবং বৃত্তটির একটি কপি নিন। . . .
    1

    এখন Direct Selection টুল দিয়ে দ্বিতীয় বৃত্তটার তিন চতুর্থাংশ মুছে ফেলুন। দুই ধাপে এটা করতে হবে প্রথমে অর্ধেক মুছে ফেলুন পরে অর্ধেকের অর্ধেক মুছে ফেলুন। তিন চতুর্থাংশ মুছে ফেলার পর যে অংশ থাকবে সেটার রঙ পরিবর্তন করে নীল রঙ দিন।
    2
    এখন নীল অংশের একটি কপি রেখে প্রথম অংশকে বৃত্তটির সাথে স্থাপন করুন। এক্ষেত্রে Align টুল ব্যবহার করুন। উভয় শেপকে সিলেক্ট করে প্রথমে Horizontal Align Left এ এবং পরে Vertical Align Bottom এ ক্লিক করুন। ঠিক নিচের চিত্রের ন্যায় স্থাপিত হবে। পাশাপাশি অন্য অংশটিকে লাল রঙ দিন।
    3
    এবার লাল রঙ দেওয়া অংশটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ঘুরিয়ে নিয়ে নিচের চিত্রের ন্যায় স্থাপন করুন। ঠিক একইভাবে একটি হলুদ অংশ ও তৈরি করে স্থাপন করুন আর সবুজ অংশ তো আছেই।
    4
    উপরের চিত্রের ন্যায় কিছু একটা তৈরি করতে পারলেই কাজ প্রায় শেষ। এবার Star টুল ব্যবহার করে একটি কালো রঙের ত্রিভূজ অংকন করুন। এবং ত্রিভূজটির কর্ণারগুলো রাউন্ড করতে Effect > Stylize > Round Corner এ ক্লিক করে অনুমান মত সংখ্যা বসিয়ে ত্রিভূজটির কোনাগুলো রাউন্ড করে নিন।
    5
    এবার কালো ত্রিভূজটিকে মূল শেপের মাঝে স্থাপন করলেই দেখুন আমরা যা চেয়েছি তা তৈরি হয়ে গেছে।
    6
    ভাল লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *