আপনাদের কি মনে আছে যে আমরা একটা excel sheet তৈরি করেছিলাম যার ভিতর আমরা কিওয়ার্ড গুলো রেখেছিলাম ঐ কিওয়ার্ডএর excel sheet টা ওপেন করুন। এখন আমরা আমাদের উদাহরন দেয়া সাইটের একটা পেজ নতুনভাবে রিরাইট করব। নিচের ছবির দিকে লক্ষ করুন এমন কিছু কিওয়ার্ড ছিল।
এই কিওয়ার্ড গুলো আমরা copy করে নিয়ে একটি word file এ paste করে দিব। নিচের ছবির মত
দেখুন এখানে আমাদের নাম্বার অফ সার্চেস, অল ইন টাইটেল সবই লেখা আছে আমরা এখন গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো ব্যবহার করব।
উপরের ছবির দিকে লক্ষ করুন এখানে আমরা প্রথমে কিওয়ার্ড গুলোকে তাদের weight অনুযায়ী সাজিয়েছি তারপর আর্টিকেলটা রিরাইট করছি। যেখানে যেখানে কিওয়ার্ড দিলে লেখাটি নষ্ট না হয় ঠিক সেখানে সেখানে সুন্দর ভাবে আর্টিকেল ইনসার্ট করা হয়েছে।
এখন দেখুন ওয়েবসাইটে আর্টিকেলটি কেমন দেখাচ্ছে। মনে রাখবেন:
- Visitor is above all
- Content is king
- So write king content for your visitor.
- তারপর লেখাটির ভিতর সুন্দরভাবে keyword insert করে search engine friendly করুন।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে On page seo সম্পর্কে একটা Overview দেয়ার ইচ্ছা আছে।
No comments:
Post a Comment