কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভাল আছেন।
আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র রহমতে ভালো আছি।
আমি চিন্তা করেছি , আমার দেখা সব ভিজিটর কাউন্টার নিয়ে পর্ব আকারে ধারাবাহিকভাবে টিউন করবো।
আশা করি আপনাদের সাপোর্ট পাবো।
আসুন তাহলে আর দেরি না করে আজকের পর্ব শুরু করি।
আর হ্যাঁ, এটি আমার সব চেয়ে প্রিয় ভিজিটর কাউন্টার । কারন এই কাউন্টারের মত এত সুবিধা আর কোন ব্লগে পাইনি।
আমার মনে হয় প্রত্যেক ওয়েব মাস্টারের কাছে এই কাউন্টারই মনে হয় সব চেয়ে প্রিয় কারন এই কাউন্টারে এলেক্সা রেঙ্ক এবং পেইজ রেঙ্ক দেখলেই টা বুঝা যায়।
এটার এলেক্সা রেঙ্ক হল ৫,৪২৯ এবং পেইজ রেঙ্ক ৮। তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটি কত জনপ্রিয়।
এই কাউন্টারের মাধ্যমে আপনি যা যা জানতে পারবেন :
প্রথমে আমারা আলোচনা করবো এই কাউন্টার দিয়ে আপনি যা যা জানতে পারবেন।
- Summary
- Hourly
- Popular Pages
- EntryPpages
- Exit Pages
- Came From
- Keyword Analysi
- Recent Keyword Activity
- Recent Came From
- Search Engine Wars
- Exit Links
- Exit link activity
- Downloads
- download Activity
- Visitor Paths
- Visit Length
- Returning Visits
- Recent paga Load activity
- Recent Vistor Activity
- Recent Visitor Map
- Country/State/City/ISP
- Browsers
- System Stats
- Lookup IP Address
- Download Log
ভাবছেন একটি মাত্র কাউন্টারের আত কাজ
হুম, আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম।
State Counter যে ভাবে ব্যবহার করতে হবে :
এবার আসলাম আসল কাজে। এই কাউন্টারটি আপনাকে যেভাবে ব্যবহার করতে হবে।
- এটি ব্যবহার করতে হলেপ্রথমে এখানে ক্লিক করুন
- তারপর Sign Up এ ক্লিক করুন
- তারপর একটি ফর্ম আসবে এটি ঠিক মত পুরন করে Create Account এ ক্লিক করুন
- এবার আরও একটি ফর্ম দেখতে পারবেন এটিও ঠিক মত পুরন করুন'
- এবার এখান থেকে আপনার ব্লগিং প্লাটফরম টি বেছে নিন
- উদাহরন স্বরূপ : আপনার ব্লগ যদি ব্লগস্পট আর হয় তাহলে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস এর হলে ওয়ার্ডপ্রেস এবং জুমলা হলে জুমলা । ইত্যাদি সিলেক্ট করুন
- যেটার যেমন কাজ ওইটা করেন । অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি ব্লগস্পট এ করেন তাহলে ব্লগস্পট ক্লিক করা পর একটি কোড দিবে ওই কোডটি আপনার ব্লগের গেডজেডে যুক্ত করুন। আরা ওয়ার্ডপ্রেস হলে ইন্সটল করুন।
এখানেই শেষ।
পোস্টটি করতে অনেক কষ্ট হয়েছে , আপনাদের ভালো লাগলে বা কাজে লাগলে আমার কষ্ট সার্থক হবে।
কোথায়ও কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন এবং কোথায়ও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
No comments:
Post a Comment