• Breaking News

    Search This Blog

    Monday, February 15, 2016

    অ্যাডবি ড্রিমওয়েভার

    আপনি কী ওয়ে
    বসাইট   তৈরির ভালো সফটওয়্যার খুজছেন ?  আজই ডাউনলোড করুন ড্রীমওয়েভার সি সি ২০১৫ একদম ফ্রীতে।

    আস্সালামু আলাইকুম। আশা করি আপনারা  সবাই সুস্থ ‍স্বাভাবিক ও ভালো  আছেন।  আজ আমি আপনাদের  একটি মানসম্মত টিউন উপহার দিতে পারবো বলে আশা করছি। ইনশাআল্লাহ।

    বি: দ্র: নিম্নোক্ত পদ্ধতিতে কোনো প্যাচ ফাইলের দরকার নেই।

    আজ আমি আপনাদের সাথে একটা গুরুত্বপুর্ন  বিষয় শেয়ার করতে চাই ৷ আপনারা হয়তো সবাই জানেন যে ড্রীমওয়েবার হচ্ছে বিশে্বর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরীর ‍ সফটওয়্যার।  আজ আমি আপনাদের ‍সফটওয়্যারটি     নিয়ে আলোচনা করবো।
    প্রথমে নিচের লিংকিটি থেকে ফাইলটি ডাউনলোড করুন।

    তারপরে এটিকে আনজিপ করুন। যেখানে ফাইলটি আনজিপ করা হয়েছে সেখান থেকে
       Adobe Dreamweaver CC 2015   ফাইলটি ওপেন করুন। এখান থেকে সেটঅাপ   ফাইলটি রান করান।
    সেটআপ চালু হওয়ার জন্য কিছু সময় নিতে পারে। ততক্ষন অপেক্ষা করুন।  তারপর নিচের মতো উইন্ডো ওপেন হলে ট্রাই এ ক্লিক করুন।  আপনার কম্পিউটারের ইন্টারনেট সংযোগ সেটআপ শুরু করার আগেই বন্ধ করে দিন।

    যখন  এটি পারমিশন চাইবে তখন ট্রাই এ ক্লিক করবেন
    এরপরে    এটি সাইন ইন করার জন্য  বল্লে সাইন ইন এ ক্লিক করুন। ইন্টারনেট সংযোগ না থাকার কারনে এটি বন্ধ হয়ে যাবে।
    তখন আপনি সাইন ইন লেটার এ ক্লিক করুন।
    এরপর  সফটওয়ারটি ইন্সটল হতে শুরু করবে এবং বেশ কিছু সময় নেবে।
    পুরো প্রকিয়া সম্মপন্ন করুন
    এবার  ‍সফটওয়্যারটি  ওপেন করুন    এবং বন্ধ করে দিন।
    এবার  Readme            ফাইলের অধীনে থাকা amtlib.dill             ফাইলটি কপি করে
    [C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CC 2015\]
    এই ডিরেক্টরিতে পেস্ট করুন।
    এবার আপনার হোস্ট ফাইলটিতে নিচের লাইন কটি বসিয়ে নিন।
    127.0.0.1 lmlicenses.wip4.adobe.com
    127.0.0.1 lm.licenses.adobe.com
    127.0.0.1 na1r.services.adobe.com
    127.0.0.1 hlrcv.stage.adobe.com
    127.0.0.1 practivate.adobe.com
    127.0.0.1 activate.adobe.com
    কাজ শেষ।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *