• Breaking News

    Search This Blog

    Monday, February 15, 2016

    কিভাবে খুব সহজে Photoshop এ Smoky Glass Text Effect তৈরি করা যায়? ভিডিও টিউটোরিয়াল

    কিভাবে খুব সহজে Photoshop এ Smoky Glass Text Effect তৈরি করা যায়?
    আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ থেকে শুরু করলাম আমার যাত্রা ফটোশপ নিয়ে। বেসিক থেকে Advance লেভেল। সবকিছু নিয়ে আমার সফর, আশা করি professional মানের Quality দিতে পারবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করবো খুব সহজে কিভাবে শেখানো যায়।
    এবার সাবজেক্ট এ ফিরে যাওয়া যাক। আমার আজকের বিষয় Text Effect. যারা ফ
    টোশপ নিয়ে কাজ করেন তারা জানেন যে নানা কাজে আমাদের Text Effect কাজে লাগে। যেমন ধরা যাক ব্যানার ডিজাইন, মুভি Title ইত্যাদি নানা কাজে। সেগুলি যত Creative হয়, ততই আমাদের চোখে লাগে। ফটোশপ এমন একটি সফটওয়্যার যেখানে আপনি আপনার Creativity দেখানোর সুযোগ থাকে। আমি আজকে দেখাব কিভাবে খুব সহজে Smoky Glass Text Effect তৈরি করা যায়। অবশ্যই এটি ভিডিও Tutorial. আগেই বলে নিন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা নয় English, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায়। আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না।
    চলুন দেখা যাক কিভাবে Smoky Glass Text Effect তৈরি করা যায়।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *