
Team viewer হচ্ছে Online base একটি জনপ্রিয় সফটওয়্যার , এই সফটওয়্যার এর মাধ্যমে Online এর সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য যে কোন প্রান্তের কম্পিউটার নিয়ন্ত্রন করা সম্ভব ।
Team viewer এর মাধ্যমে একটি কম্পিউটারে অবস্থান করে অন্য যে কোন স্থানের কম্পিউটার ব্যবহার করা যায় শুধু তাই ন্য় আপনি চাইলে ফাল শেয়ার ও করতে পারবেন খুব সহজে । আবার ম্যাসেজের আদান প্রদানও করতে পারবেন । সব থেকে বড় কথা আপনি ভিডিও কনফারেন্স ও করতে পারবেন আপনার বন্ধুর সাথে এই সফটওয়্যার টির মাধ্যমে । ডাউনলোড করে নিন Team viewer 10 সফটওয়্যারটি এখান থেকে । সফটওয়্যারটির সাইজ মাত্র ৮.৮ MB .
Team viewer সফটওয়্যারটি ব্যবহার করবেন যে ভাবে ঃ-
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করার জন্য সফটওয়্যার টির উপরে ডাবল ক্লিক করুন দেখুন নিচের ছবির মত আসবে,
এবার সেখান থেকে Basic Installation and Personal / Non-Commercial use সিলেক্ট করে নিচে থেকে Accept – Finish এ ক্লিক করুন । তারপর কোন ম্যাসেজ দিলে Yes বাটনে ক্লিক করুন তারপর কিছুক্ষন অপেক্ষা করুন দেখুন নিচের ছবির মত এসেছে,

বি ঃ দ্র ঃ এটি করতে হলে উভয় কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এ আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ।
No comments:
Post a Comment