আমরা বিভিন্ন কাজে এনিমেশন পিক তৈরি করি এবং ব্যবহার করি। সেইজন্য নানা রকমের সফটওয়ার আছে তাও আমরা ব্যবহার করি, কিন্তু এই এনিমেশন Gif ফাইল অনলাইনেই ভালমানের তৈরি করা যায়। আসুন আজকে আমরা তা নিয়ে জানবো।
http://www.gifninja.com
এটি একটি নামকরা এনিমেশন Gif তৈরি করার সাইট। এখানে আপনি সর্বোচ্চ ৫টি ছবি এনিমেশন Gif করার জন্য সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি আরো কিছু টুলস পাবেন যা আপনাকে এনিমেশন Gif করতে আরো সাহায্য করবে।
http://www.Picasion.com
এটি আরেকটি জনপ্রিয় সাইট এইসাইটে আপনি ১০টি ছবি আপলোড করতে পারবেন। এইখানে আপনি ছবির সাইজ, স্পিড এডিট করতে পারবেন। এবং এইখানে ফ্লিকার এবং পিকাসা থেকে ছবি নিয়ে এনিমেশন করতে পারবেন।
http://www.GIFworks.com
এইখানে আপনি ছবিতে বিভিন্ন এফেক্ট, ডিজাইন,রিসাইজ এবং কালার এড করতে পারবেন। কিন্তু এখানে প্রতিটি ছবি ৪০০কেবি এর নিচে হতে হবে। আর লিংক এর মাধ্যমে আপলোড করা যাবে।
http://www.Gickr.com
আরেকটি জনপ্রিয় সাইট এইখানে খুব সহজেই এনিমেশন তৈরি করা যায়। আপনি লিংক ছাড়াও ফ্লিকার এবং পিকাসা থেকে ছবি আপলোড করতে পারবেন। এবং ডাউনলোডও সহজে করতে পারবেন। তাছাড়া এইখানে থেকে সরাসরি আপনি embed code ও পেতে পারন। সর্বোচ্চ ১০টি ছবি আপলোড করার সুবিধা পাবেন।
http://www.MakeaGIF.com
আপনার এইসাইটের বড় সুবিধা আপনি পাচ্ছেন ১২ ছবি আপলোড করতে এবং এর দ্বারা এনিমেশন তৈরি করতে। এইখানে আপনি অনলাইনের সকল টুলস পাবেন। advanced option এ ক্লিক করে ফ্রেম বা সাইজ ও ঠিক করতে পারবেন।
http://www.GIFup.com
আরেকটি বহুল ব্যবহুত এবং জনপ্রিয় সাইট। আপনি এইখানে 1024KB ছবি আপলোড করতে পারবেন। আপনি computer, URL, Flickr বা webcam থেকেও সহজেই আপলোডের সুবিধা পাবেন। তাছাড়া cropped, rotated, ও flipped আর Several effects তো থাকছেই। আর ছবি আপনি অনলাইন থেকেই লেখা যুক্ত করতে পারবেন।
http://www.Avatar.Pho.to
এটি অনেক জনপ্রিয় এবং ব্যবহৃত সাইট । এইখান থেকে আপনি এনিমেশন এভাটার তৈরি করতে পারবেন। তাছাড়া অন্যান্য এনিমেশন তো বানাতেই পারবেন। এত কোন সন্দেহ নাই আর এই সাইটে প্রায় সব গুলো টুলস এই আছে। ডাউনলোড করাও অনেক সহজ।
http://www.Loogix.com
আপনি এই খানে সব cool effects ব্যবহারের মাধ্যমে আপনার এনিমেশন কে আরো অনেক সুন্দর করতে পারবেন। ১০ টি ছবি সর্বোচ্চ আপলোডের সুবিধা পাবেন। আর সাইটটি ভিজিট করলেই দেখতে পাবেন এফেক্ট গুলো। সব জায়গা থেকেই আপলোড এর সুবিধা পাবেন।
No comments:
Post a Comment