যারা ওয়ার্ডপ্রেসে নিয়মিত লেখালিখি করেন আশাকরি তাদের কাজে লাগবে।পোস্ট লেখার সময় একটু পর পর আর মাউস ব্যবহার করতে হবে না। মাইক্রোসফট ওয়ার্ড এ লেখার সময় যেমন শর্টকাট ব্যবহার করেন ওয়ার্ডপ্রেসের জন্য এরকম কিছু শর্টকাট আছে। আমি আজ ১০টি শেয়ার করছি।
১) Link: Alt + Shift + A
২) Bold: Ctrl + B
৩) Align Center: Alt + Shift + C
৪) Strikethrough: Alt + Shift + D
৫) Edit HTML: Alt + Shift + E
৬) Align Left: Alt + Shift + F
৭) Full Screen editing: Alt + Shift + G
৮) Check Spelling: Alt + Shift + N
৯) Insert image: Alt + Shift + M
১০) Align Full: Alt + Shift + J
No comments:
Post a Comment