আপনাদের জন্য আজ Microsoft Excel এর দু’টি ফাংশনের ব্যবহার করার ভিডিও টিউটরিয়াল তৈরী করেছি, প্রতিটি ফাংশনই ব্যবহার করলে আপনি কয়েক মিনিটেই করে ফেলতে পারবেন কয়েক ঘন্টার কাজ।
যারা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এগুলো জানা খুবই জরুরী। ফ্রিল্যান্সিং-এ ডাটা এন্ট্রির কাজ করতে হলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল শিখতে হবে। তাহলে শিখুনঃ
১) এক্সেল-এ কিভাবে একটি কলামের ডাটা পৃথক পৃথক কলামে ভাগ করতে হয়? মাত্র একটি ফাংশন ব্যবহার করে ১ মিনিটেই পৃথক করে ফেলতে পারেন লক্ষ লক্ষ লাইনএর ডাটা।
ভিডিও দেখুনঃ http://youtu.be/9MWLolVAUr8
২) এক্সেল-এ কিভাবে অনেকগুলো কলামের ডাটা একটি কলামে পরিনত করা যায়? মাত্র একটি ফাংশন ব্যবহার করে কয়েক মিনিটেই এক কলামে পরিনত করে ফেলতে পারেন অনেকগুলো কলাম এর ডাটা।
ভিডিও দেখুনঃ http://youtu.be/3jSuu8nn8aw
ভিডিও দেখুনঃ http://youtu.be/9MWLolVAUr8
No comments:
Post a Comment