Search This Blog

Friday, February 12, 2016

SEO কি ? SEO এর প্রয়োজনীয়তা কেন ?

আজ আমি আপনাদের সাথে  SEO সম্পর্কে  আলোচনা করব, জানাব SEO কি, এর প্রয়োজনীয়তাই বা কত টুকু, তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা ।।
SEO কি ?
SEO এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization .  আর Search Engine Optimization হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটকে বিনামূল্যে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন ।
SEO এর প্রয়োজনীয়তা কেন ?

যে কোন ওয়েব সাইটের জন্য SEO এর প্রয়োজনীয়তা অপরিসীম । কারণ কোন ওয়েব সাইটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বা কোন ওয়েব সাইটকে মানুষের কাছে পরিপূর্ণ ভাবে উপস্থাপনার করার জন্য SEO এর বিকল্প নেই বললে ভুল হবে না, কেননা এই কথা আমরা একটু আগেই জানলাম যে SEO এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization , আর Search Engine হচ্ছে  Google, Yahoo, Bing, MSN ইত্যাদি , এদের কাজ হচ্ছে  যে কোন ওয়েব সাইটের সকল তথ্য ধরে রাখা এবং যখনই কোন ব্যক্তি কোন ওয়েব সাইটের কোন তথ্য সম্পর্কে জানতে চাইবে তখনই তা তার সামনে তুলে ধরা । এখন আমার প্রশ্ন হচ্ছে আমার একটা ওয়েব সাইট আছে আর কোন ব্যক্তি যদি সরাসরি আমার ওয়েব সাইট সম্পর্কে অথবা আমার ওয়েব সাইট সম্পর্কিত কোন শব্দ দ্বারা কোন ওয়েব সাইটকে Search Engine এর কাছে জানতে চাই তাহলেই কি Search Engine আমার ওয়েব সাইট টা তার সামনে তুলে ধরবে ? ঊত্তর হতে পারে হা অথবা না, যদি  Search Engine এর কাছে আমার ওয়েব সাইট এর সমস্ত তথ্য থাকে এবং Search Engine এর কাছে আমার গুরুত্ত অন্য ওয়েব সাইট অপেক্ষা বেশি থাকে কেবল মাত্র তখনই Search Engine আমার ওয়েব সাইট সবার  উপরে রাখবে যেন সকলে আমার ওয়েব সাইট সর্ব প্রথমে দেখতে পায় । উদাহরণ স্বরুপ বলতে পারি  আমাদের দেশের প্রধান মন্ত্রীর কাছে যদি কেও যেয়ে আমার নাম বলে  তাহলে তিনি কি আমাকে চিন্তে পারবেন নাকি আমার নামের সাথে মিল আছে এমন অন্য কোন ব্যক্তি যাকে তিনি আগে থেকে চেনেন তার কথা মনে করবেন ? অবশ্যই ঐ ব্যক্তির কথা কারণ তিনি তাকে অনেক ভালো করেই চেনেন তাই কোন ওয়েব সাইটকে Search Engine এর কাছে খুব ভালো ভাবে তুলে ধরার জন্য Search Engine Optimization এর কোন বিকল্প নেই ।

No comments:

Post a Comment

Blog Archive

Contact Form

Name

Email *

Message *