আজ আমি আপনাদেরকে যে সফটওয়্যারটির সন্ধান দিব, আমার জানা মতে এটি সিভিল ইঞ্জিনিয়ারগণ বিল্ডিং এর নকশা তৈরিতে ব্যবহার করে থাকেন এই ছাড়া ও Architecture, Electrical আরো অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু এই সফটওয়্যার টি যদি আমরা ফুল ভার্সন কিনতে যাই তা হোলে অনেক টাকা লাগবে।। কিন্তু আমাদের মতো দরিদ্র দেশে অনেক এর এই সফটওয়্যার কিনে ব্যবহার করার ক্ষমতা নেই। কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ারিং তাঁদের জন্য এটি খুবি গুরুত্বপূর্ণ। কিন্তু কয় জন সিভিল ইঞ্জিনিয়ার এর এটা কিনার ক্ষমতা আছে???
তাই আজকে আমি আপনাদের দেখাবো কি ভাবে কোন প্রকার টাকা ছাড়া সারা জীবন এর লাইসেন্স সহ, এই সফটওয়্যার টি ডাউনলোড করবেন এবং ইন্সটল করবেন। আসা করি আমার সাথে থাকবেন।
আমি বাংলা টাইপিং ভালো পারি না। কিন্তু আমি চেষ্টা করতেসি কি ভাবে টাইপিং ভালো করা যায়। আমি আসা করি কিছু দিনের বিতর ঠিক হয়ে যাবে।
বাংলা টাইপিং ভালো না থাকার কারোনে আমি ভিডিও টিওটরিয়াল টি তৈরি করেছি, আর আমি যদি একটি একটি করে ইন্সটল করার ফটো স্ক্রীনসর্ট দিয়ে আপনাদের কে বুঝানোর চেষ্টা করি তা হোলে অনেক এ হয় তো বুঝবে না। তাই সব কিছু চিন্তা কোরে এই ভিডিও টিওটরিয়াল গুলো তৈরি কোরতেসি।
আপনারার আমার লিখা টিউন গুলা পড়ে যা বুঝবেন আমি মনে করি, ভিডিও ধেখে আরো ভালো কোরে বুঝতে পারবেন।
যাই হোক আর বেশী কথা বোলতে চাই না। নিছে সফটওয়্যার এবং বাংলা ভিডিও টিওটরিয়াল এর লিংক দেওয়া আছে।
ভিডিও টিওটরিয়াল এর লিংক : বাংলা ভিডিও টিওটরিয়াল এর লিংক
AutoCAD 2007 Download Link : AutoCAD 2007 with Crack Download Link
কেমন লাগলো জানাবেন???
No comments:
Post a Comment