بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। এটা আমার অটোক্যাড সিরিজের ৩য় টিউন এবং আশা রাখি আমি আপনাদের কিছু শিক্ষণীয় টিউন উপহার দিতে পারব। আজ আমি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি কিভাবে অটোক্যাড ইন্সটল দিতে হয়, কিভাব ড্রয়িং পেজ সেটাপ করবেন এবং পেজ সেভ করবেন। এই টিউটোরিয়ালে থাকছে ইন্সটল ও পেজ সেটাপ এর ধারণা ও পরিপূর্ণ ডিসক্রিপশন। তাই আমার ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আশা করি, নিয়মিত অটোক্যাডের টিউটোরিয়াল প্রকাশ করতে পারব, যাতে প্রতিটি কমান্ডের বা টুল এর পরিপূর্ণ বিবরণ দেয়া থাকবে, ইনশাল্লাহ্।। পরবর্তীতে আমার ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ টিউনে আমি আপনাদের Draw Toolbar, Dimension Toolbar ও Modify Toolbar সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারব বলে আশা রাখি।।
নিচে টিউটোরিয়ালগুলোর ডাউনলোড লিংকটি দিলাম।।
No comments:
Post a Comment