• Breaking News

    Search This Blog

    Tuesday, March 8, 2016

    সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৩] :: বেসিক এনিমেশন

    আজ আমরা দেখব কিভাবে ফ্লাশে বেসিক এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, তাহলে আসুন শিখে নিই কিভাবে ফ্লাশে এনিমেশন তৈরি করতে হয়।
    প্রথমে ফ্লাশ সফটওয়্যার চালু করুন।

    এবার File> Import> import to stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন, আমি একটি বকের ছবি নিলাম।


    এবার আমরা আমরা বক কে Graphic  ক্লিপে Convert করব।  নিচের মত করে। Convert করার আগে বকটা সিলেক্ট করে নিতে হবে।

    এবার আমরা বককে বাম দিকে ড্রাগ করে ১০নং ফ্রেমে এ একটি Key Frame নিব।

    এভাবে ৫৫ পর্যন্ত ফ্রেম দিয়ে রেডি করুন এনিমেশন এর জন্য।

    এবার Layer 1 সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Create Motion Tween  এ ক্লিক করুন । এনিমেশন করার জন্য।

    এভাবে আপনি সুন্দর ফ্লাশ এনিমেশন তৈরি করতে পারবেন।
    উপরের নিয়মে তৈরি করা নিচে আমাদের ফ্লাশ এনিমেশনটি ।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *