• Breaking News

    Search This Blog

    Tuesday, March 8, 2016

    সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৪] :: ফ্লাশ তৈরি করার দারুন এক সফট (আগে কেন পাইনি তোমায়)

    সসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

    আমরা বিভিন্ন ওয়েব দেখতে পাই যে কি সুন্দর করে কিছু ফ্লাশ ফাইল বিশেষ করে প্রথম আলো ওয়েব সাইট অনেক গুলো ফ্লাশ ফাইল দেওয়া। এবার আপনি ও পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ ফাইল তৈরি করতে । সফটওয়ার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ ।
    প্রথমে ডাউনলোড করা ফ্লাশ সফটওয়ারটি চালু করুন।
    এবার Main অপশন থেকে Background বাটনে ক্লিক করে আপনার পছন্দমত ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।

    ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট হবার পর এবার Background Effect এ ক্লিক করে একটি ব্রাকগ্রাউন্ড ইফেক্ট সিলেক্ট করুন।

    এবার কোন লেখা লিখতে হলে Text Effect বাটনে ক্লিক করুন।

    উপরের MS. Word থেকে লেখা কপি করে পেষ্ট করায় লেখা ইংরেজী ফন্ট দেখা যাচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করতে নিচের নিয়ম অনুসরণ করুন।

    এবার সবশেষ Publish বাটনে ক্লিক ।

    এবার আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Ok তে ক্লিক করুন।
    ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফ্লাশ এনিমেশন।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *