• Breaking News

    Search This Blog

    Tuesday, March 8, 2016

    WordPress এ ইন্সটল করা যেকোন থিম ডাউনলোড করুন খুব সহজেই

    আজ ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশনের কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হইনি।ব্যাস্ততার কারণে লেখার সময় করে উঠতে পারছিনা,তবে আজকের লেখাটাও ওয়ার্ডপ্রেস রিলেটেড।
    আজকের টিউনে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে ইন্সটল করা যেকোন থিম জিপ ফাইল আকারে ডাউনলোড করতে পারি।কিছুদিন আগে এক ক্লায়েট তার একটা থিম মডিফাই করার কথা জন্য আমাকে বলে।কিন্তু সেই থিমের কোন ব্যাক-আপ কপি তার কাছে ছিলনা।এমনকি তিনি আর সিপ্যানেল এবং এফ.টি.পি ইনফরমেশনও ভূলে বসে আছেন (অদ্ভুত মানুষ)।
    এরকম অবস্থায় কেবল মাত্র ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে থিমটি ডাউনলোড করা ছাড়া কোন উপায় ছিলনা।কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে ডিফল্ট ভাবে ইন্সটল করা কোন থিম ডাউনলোড করার অপশন থাকেনা।বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে একটা সমাধান খুজে বের করলাম।

    তাহলে চলুন জেনে নিই কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে ইন্সটল করা যেকোন থিম জিপ ফাইল আকারে ডাউনলোড করবেনঃ

    প্রথমে ড্যাসবোর্ড থেকে Plugins>Add New এ যান।এরপর ইনপুট ফিল্ডে Theme downloader লিখে সার্চ করুন।

    Theme downloader নামের একটা প্লাগইন পাবেন।প্লাগইন টা ইন্সটল করুন।এবার ড্যাসবোর্ড থেকে Appearance>themes এ যান।
    আপনার ইন্সটল করা সবগুলো থিম সম্পর্কে ইনফরমেশন পাবেন।এবার আপনি যে থিমটি ডাউনলোড করতে চান সেটার Screenshot এর উপর ক্লিক করুন।ডাউনলোড বাটন পাবেন।
    এবার ডাউনলোড বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন তাহলে দেখবেন থিমটি জিপ ফাইল আকারে ডাউনলোড হওয়া শুরু করেছে।

    No comments:

    Post a Comment

    Blog Archive

    Contact Form

    Name

    Email *

    Message *